প্রিন্ট এর তারিখঃ Jan 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু ‘দীর্ঘ অপেক্ষার অবসান, এবারের নির্বাচন হবে উৎসবমুখর’

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
দীর্ঘদিন পর দেশের মানুষ একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় ছিল বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই বেদনা ও ক্ষোভ নিয়েই তারা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিল। “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আজ আমরা সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম,” বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। “আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। যেখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকবে না,” যোগ করেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তিনি খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ছাত্র-জনতার গণআন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, অ্যাডভোকেট আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, তরিকুল ইসলাম জহির, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, দিপু, মহিবুজ্জামান কচি, অ্যাডভোকেট গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান মবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চলসহ ওয়ার্ড, থানা ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।